Focus To Literature,History,Culture and Socio-Economy Of Marma

Sunday, January 29, 2012

Posted by Marma on 7:43 AM | No comments
                  প্রত্যেক আদিবাসীর নিজস্ব ভাষা(কথ্য ও লেখ্যরুপ) থাকলেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রতিকূলতার কারণে কথ্য রূপটাই টিকে আছে। লেখ্য রূপটা হারিয়ে যেতে বসেছে। বর্তমান শিক্ষিত প্রজন্মতো নয়ই এমনকি এর আগের প্রজন্মের সিংহভাগ শিক্ষিতরা নিজস্ব ভাষার বর্ণমালার সাথেও পরিচিত নন। আধুনিক সমাজের অগ্রায়ন ঘটে সামাজিক,সংস্কৃতির বিভিন্ন উপাদানের আদান-প্রদান ও বিনিময়ের মাধ্যমে। এতে সংস্কৃতি ও জাতির উন্নতি হয়; কিছুই হারায় না। কিন্ত আদিবাসীদের ক্ষেত্রে হয়েছে তার উল্টোটা । আদিবাসীরা অন্য সংস্কৃতির উপাদানগুলো গ্রহণের সাথে সাথে নিজ সংস্কৃতির উপাদানগুলো চর্চা করছে না কিংবা সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে না।এমন করেই আজ আদিবাসীরা নিজ ভাষার লিখিত রূপ চর্চা করছে না। আর তাতে তাদের ভাষার লিখিত রূপ হারিয়ে গেছে।    .....মারমা বর্ণমালা শিখতে এখানে ক্লিক করুন।

0 comments:

Post a Comment

Search Our Site

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter