Focus To Literature,History,Culture and Socio-Economy Of Marma

জুম পর্যটন স্পট থেকে এমন ধরা দেবে কর্ণফূলীর স্বচ্ছ জলবাশি।

ট্যুর - এক
           কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা - পার্বত্য রাঙ্গামাটি’র সবচেয়ে সমৃদ্ধ উপজেলা হচ্ছে কাপ্তাই।পাহাড়ী জনপদ হলেও এখানে গড়ে  উঠেছে এশিয়ার সর্ববৃহৎ কাগজ কল “কর্ণফুলী  পেপার মিল”।এখানেই গড়ে উঠেছে কর্ণফুলী  নদীর উপর এদেশের  একমাত্র  জল বিদ্যুৎ প্রকল্প। এ উপজেলার মধ্য  দিয়ে বয়ে গেছে পাহাড়ী কন্যা কর্ণফুলী।সারা দেশের সাথে এর সরাসরি সড়ক যোগাযোগ পর্যটকের জন্য কাপ্তাই ভ্রমণ সহজতর করেছে।কাপ্তাই-এর সাথে বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ  থাকায় কাপ্তাই থেকে বান্দরবান হয়ে কক্সবাজার কিংবা কাপ্তাই থেকে রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি ভ্রমণ  সম্ভব।এই উপজেলায় বাঙ্গালীর পাশাপাশি মারমা,তঞ্চগ্যা,চাকমা, খিয়াং ও পাংখোয়া  আদিবাসীর  বাস। উপজেলা শহর হলেও শিল্প,কৃষি ও পর্যটনে বিশেষ খ্যাতি আছে এ উপজেলার। 
                দর্শনীয় স্থানসমূহ
                (১) চন্দ্রঘোনা মিশণ হাসপাতাল - চট্টগ্রাম হয়ে কাপ্তাই গেলে প্রথমে দেখা মিলবে ব্রিটিশ আমলে স্থাপিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল ও চন্দ্রঘোনা মিশন হাসপাতালের।
            

0 comments:

Post a Comment

Search Our Site

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter